সাতক্ষীরার তালায় অবৈধ বিদ্যুৎ সংযোগের ঝুলানো তারে বিদ্যুতায়িত হয়ে মোছা: বিলকিস বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ধান খেতে পানি নিয়ে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত নারী তালা উপজেলার আড়ংপাড়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিলকিস বেগমের পরিবারের সদস্যরা পাশের বিলে ধান কাটার কাজ করছিল। তাদের খাওয়ার জন্য বাড়ি থেকে পানি নিয়ে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে জাহিদ শেখের বাড়ি থেকে ধান খেতে আনা অবৈধ বিদ্যুৎ সংযোগের ঝুলানো তারে বিদ্যুতায়িত হন বিলকিস বেগম। স্থানীয়রা দ্রুত উদ্ধার হাসপাতালের নেওয়ার পথে তার মৃত্যু হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/জেএম