খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
  আগামীতে সরকারের মেয়াদ হতে পারে চার বছর : আলজাজিরাকে ড. ইউনূস

তালায় জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে এলাকাবাসির মানববন্ধন

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় গত ৪ দিন বিরামহীন মুসলধারে বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ থেকে মুক্তি পেতে রুপালী মৎস্যজিবী সমবায় সমিতির ব্যানারে মানব বন্ধন করেছেন এলাকাবাসি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা সদর ইউনিয়নের জেলায় নলতা গ্রামের ঘাটের হাটখোলা বাজারে শত শত নারী পুরুষ এ মানব বন্ধন করেন।

মানব বন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জোয়ার্দ্দার ফারুর হোসেন, স্থানীয় মসজিদের ইমাম মাও: জামিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মহফুজা বেগম, শিরিনা বেগম প্রমুখ।

এসময় বক্তরা বলেন ১৬ নং পোল্ডারের আওতাধীন শালতা নদী খনন, সকল সংযোগ খাসখাল উন্মুক্ত ও খননের দাবি জানান।

বক্তরা আরও বলেন, শালতা নদীর সাথে সংযোগ খালগুলো অবৈধ ভাবে দখল করে মাছ চাষ করার কারণে বিগত ৪ দিনের প্রবল বৃষ্টিতে পুরো গ্রামটি পানিতে তলিয়ে গেছে। হাজারের অধিক পরিবার পানি বন্ধি জীবনযাপন করছেন। কারো রান্না-বান্না করার সুযোগ নেই। অধিকাংশ কাঁচা বাড়ি ভেঙ্গে পড়েছে। তারা এখন রাস্তার উপর দিনাতিপাত করছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!