খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

তারুণ্যের সমাবেশ সফলে বিএনপির নেতাকর্মীদের ব্যস্ত সময় পার

 নিজস্ব প্রতিবেদক

খুলনায় তারুণ্যের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। সমাবেশকে ‘তরুণসমুদ্রে’ পরিণত করার লক্ষ্য নিয়ে গণসংযোগ ও প্রচারে নেমেছে দলটি। মহানগর ও জেলা ছাড়াও বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে গণসংযোগ, মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করে তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করছে। অপরদিকে বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের ঘোষণায় আরো বেশি চাঙ্গা তৃণমূল।

১৭ জুলাই নগরীর ডাকবাংলো মোড়স্থ সোনালী ব্যাংক চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ তরুণদের নিয়ে। এজন্য সমাবেশের আয়োজক যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তরুণদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে আহুত সমাবেশকে ঘিরে খুলনায় ফের চাঙ্গা নেতাকর্মীরা। শুধু সহযোগী ৩টি সংগঠনের নেতাকর্মীরাই নয়, বিএনপি’র খুলনা বিভাগের সিনিয়র নেতারাও এ সমাবেশকে সফল করতে মাঠে নেমেছেন। চলছে সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতাও। আয়োজক ৩টি সংগঠনের শীর্ষ নেতারা নিজ নিজ সাংগঠনিক দক্ষতার প্রমাণ দেখাতে চষে বেড়াচ্ছে বিভাগের প্রায় প্রতিটি জেলা ও উপজেলা।

খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, সরকার বিরোধী আন্দোলনকে চাঙ্গা করতে আগামী ১৭ জুলাই খুলনায় তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশে খুলনায় পাঁচ লাখ মানুষের সমাবেশ করবে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সমাবেশ করতে জেলা ও মহানগর বিএনপি যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্র সংগঠনের পাশাপাশি সহযোগী, অঙ্গসংগঠনের ব্যাপক প্রস্তুতি চলছে।

থানা-উপজেলা পর্যায়ে সমাবেশ সফলে কর্মীসভা, সমাবেশ ও জনসংযোগ করা হচ্ছে। নির্বাচনকালীন প্রচারণার আদলে বাড়ি বাড়ি ১০ লাখ লিফলেট বিতরণের করছে দলটি। মিডিয়া সেল আরো জানায়, সমাবেশের স্থান নির্ধারণ নিয়ে যে জটিলতা ছিলো বুধবার সে জটিলতা কেটে গেছে। খুলনা সিটি কর্পোরেশন সমাবেশ স্থল হিসেবে নগরীর ডাকবাংলো মোড়স্থ সোনালী ব্যাংক চত্ত্বর ব্যবহারের লিখিত অনুমতি দিয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ কেন্দ্রীয় নেতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দিবেন।

তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সর্ম্পকে নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, আমরা সমাবেশ সফলে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। শুধু দলের সমর্থক বা নেতাকর্মী নয়, সাধারণ মানুষের অংশগ্রহণ আশা করছি। এ জন্য ঘরে ঘরে প্রচারণা চালানো হচ্ছে। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ নানা দাবিতে আন্দোলন করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই নগরীর ডাকবাংলো মোড়স্থ সোনালী ব্যাংক চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!