ভারতের তামিল নাড়ুর কল্লাকুরিচিতে বিষাক্ত মদ খেয়ে ৫৫ জন মৃত্যু ঘটনায় বিষাক্ত মদ সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি হলেন চিন্নাদুরাই। পুলিশের ধারণা তার সরবরাহ করা বিষাক্ত মদ খেয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভি
জেলা কারেক্টর প্রশান্ত এমএস বলেন, নিহতদের মধ্যে ২৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল শুক্রবার তিনি জানান, বিষাক্ত মদ খেয়ে আহতদের মধ্যে তিনজনের উন্নতি হয়েছে। কিন্তু অন্যদের অবস্থা গুরুতর।
এ ঘটনা তদন্তে বিচারপতি বি গোকুলদাস (অবসরপ্রাপ্ত) এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। আগামী তিন মাসের মধ্যে তাকে প্রতিবেদন দাখিলের কথা বলেছেন। বিষাক্ত মদ পানে ৫৫ জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার কিছু পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে এবং কয়েকজনকে অন্যত্র বদলির নির্দেশ দিয়েছে।
ঘটনার সঙ্গে অভিযুক্ত বিষাক্ত মদ বিক্রিকারী তিন ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন কঠোর হাতে অবৈধ মদের ব্যবসা বন্ধের কথা জানিয়েছেন। তবে বিরোধী নেতারা তার পদত্যাগ দাবি করেছেন।
খুলনা গেজেট/এএজে