তামিমের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠতে শুরু করেছে বাংলাদেশ। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর এখন ২ উইকেটে ৮৬ রান। তামিম ইকবাল ৪৬ রান নিয়ে ক্রিজে আছেন। আর মুশফিক ১ রানে ব্যাট করছেন।
এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে শুরুতেই বিদায় নিয়েছেন লিটন দাস। বেশ কিছু পথ এগিয়ে বিদায় নেন সৌম্য সরকার। আজ মঙ্গলবার ক্রাইস্টচার্চে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ।
আগের ম্যাচ থেকে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। মোহাম্মদ সাইফউদ্দিন ফিরেছেন হাসান মাহমুদের স্থানে।
তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ৮ উইকেটে পরাজিত হয়।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
খুলনা গেজেট/কেএম