এশিয়া কাপের মিশনে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলন করলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। রোববার শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগে এশিয়া কাপ নিয়ে কথা বলেছেন তারা। আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের।
এবারের এশিয়া কাপে দলে আছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের ৫ ক্রিকেটার। সংবাদ সম্মেলনে তাদের নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন অধিনায়ক সাকিব আল হাসান। জানালেন, তাদের বিশ্বজয়ী ‘উইনিং মেন্টালিটিটা’ নিজেদের ড্রেসিং রুমেও চান তিনি।
এদের মধ্যে বাংলাদেশ দলে তামিম ইকবালের বদলি হিসেবে এসেছেন আরেক তামিম। সিনিয়র তামিম দেশের ক্রিকেটে কিংবদন্তি। জুনিয়র তামিমের ওপর চাপ থাকাটাই স্বাভাবিক। তাকে নিয়ে বেশ আশাবাদী সাকিব। তবে তানজিদ তামিমের থেকে অধিনায়ক সাকিবের চাওয়া খুব বেশি নয়, ‘সামনে অনেক সময় আছে। আমি যেটা আশা করবো ওর থেকে, ও যেভাবে পারফরম্যান্স করে আসছে যেখানেই খেলেছে এমন পারফরম্যান্সটাই যেন করে এবং উপভোগ করে যেন ড্রেসিং রুমের পরিবেশ। আমাদের যেটা দায়িত্ব ওকে যত বেশি কম্ফোর্টেবল ফিল করানো যায়। ও যেন সেটা ফিল করতে পারে।’
বাংলাদেশ জাতীয় দলে এখন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ৫ ক্রিকেটার রয়েছেন। বড় মঞ্চ সামাল দেওয়ার অভিজ্ঞতা আছে তাদের। সাকিব বলেন, ‘ওরা যেহেতু একটা বিশ্বকাপ জিতেছে, তাদের ভেতর ওই উইনিং মেন্টালিটিটা আছে। সেই মানসিকতাটা এখানেও তারা টেনে নিয়ে আসবে। ড্রেসিং রুমের আবহাওয়াটাও সেভাবেই গড়ে দেবে, এমনটাই আশা করছি।’
খুলনা গেজেট/এমএম