খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

তামিমকে নিচে খেলার প্রস্তাব দেয়া নিয়ে মুখ খুললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ভারতে ওয়ানডে বিশ্বকাপ চলছে আজ নিয়ে ১৯দিন। এর মধ্যে বাংলাদেশ তাদের ৯টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচে অংশ নিয়েছে। যেখানে এক জয়ের বিপক্ষে হার তিনটিতে। আজ বিশ্বকাপে দুর্দান্ত খেলতে থাকা দক্ষিণ আফ্রিকার সামনে তারা। তবে এই চার ম্যাচের মধ্যে একবারও গণমাধ্যমের মুখোমুখি হননি অধিনায়ক সাকিব আল হাসান। গতকালই প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলেন সাকিব।

যার ফলে সাংবাদিকদের অনেক প্রশ্ন ছিল তার কাছে। কিছু প্রশ্নের উত্তর তিনি মন খুলে দিয়েছেন আর কিছু ক্ষেত্রে কৌতুক করে উড়িয়ে দিয়েছেন। তবে সবশেষে তিনি জয়ের বার্তা দিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন প্রোটিয়াদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরছেন তিনি।

বিশ্বকাপে খেলা চারটি ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং নিয়ে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, আরও ৫ ম্যাচ বাকি আছে। টুর্নামেন্ট শেষ করে মূল্যায়ন বা আমার মতামত দেয়াটা ভালো। মাঝপথে না দেয়াই ভালো। যেহেতু কাল (আজ) গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আছে। খেলা শেষ হলে ইনশাআল্লাহ দেব।

চলতি বিশ্বকাপে বাংলাদেশের বোলিং ইউনিট এখনো ভালো করেনি কিন্তু এমন ম্যাচে তারা ঘুরে দাঁড়াতে পারবে তো? এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, খেলাটা এমন জায়গায় হচ্ছে যেখানে বোলাররা ভালো না করলে জেতার সম্ভাবনা খুব কম। এমন জায়গা, যেখানে বোলাররাই জেতাতে পারে ম্যাচটা। এখানে সেটাই হয়ে থাকে। শেষ ম্যাচে দেখেছি, অনেক রান হয়েছে আগে, পরে বোলাররা ভালো বল করেছে। স্বাভাবিকভাবে আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের তিনটি জিতেছে। ওরা অনেক ভালো অবস্থায় আছে। এর মানে এটা নয়, সব শেষ। পাঁচটি ম্যাচ বাকি আছে। কালকে (আজ) গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে। আমরা এখান থেকে জিততে পারলে ছন্দে ফিরে খুবই ভালো একটা জায়গায় চলে আসব। যদিও আমরা খুব বেশি ম্যাচ জিতিনি। তবে পয়েন্ট টেবিলে দেখেন, আমরা খুব একটা বাজে অবস্থায় নেই।

বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে যে বিষয়টি নিয়ে আলোচিত হচ্ছে তা হচ্ছে বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন। এ নিয়ে এদিন প্রশ্নের মুখে পড়েন অধিনায়ক সাকিব। উত্তরে তিনি বলেন, এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে ১০০ রান করেছিল মিরাজ। তখন থেকেই চিন্তা ছিল আফগানিস্তানের বিপক্ষে আবারও তাকে ওপরে খেলাব। এ ছাড়া প্রস্তুতি ম্যাচে সে অনেক ভালো ব্যাটিং করেছে। স্বাভাবিকভাবেই ছন্দে থাকায় তাকে ওপরে খেলানো হয়েছে এবং ভালো করেছে। আর বিশেষজ্ঞ ব্যাটাররা নিচের দিকে ব্যাট করছে, আমারও মনে হয়েছে একটু বেশি নিচে ব্যাট করছে। তবে উল্টোভাবে দেখলে তাদের ওপরে খেলানো হলে রান করবে সে গ্যারান্টি নেই। আসলে এগুলো খুবই কঠিন এবং ট্রিকি বিষয়। তবুও আমার মনে হয়, সব ম্যাচেই ২৮০ রান করার সুযোগ ছিল।

সংবাদ সম্মেলনে উঠে আসে তামিম ইকবাল প্রসঙ্গে। যেখানে সাকিবের কাছে জানতে চাওয়া হয় আফগানিস্তানের বিপক্ষে মিরাজকে ওপরে খেলাতেই কি তামিমকে নিচে খেলার যে প্রস্তাব দেয়া হয়েছিল? আর সেটা কি আপনাদের পক্ষ থেকে দেয়া হয়েছিল?

উত্তরে সাকিব বলেন, মিরাজকে ওপরে খেলানোর পরিকল্পনা আমার ও কোচের। এরপর থেকে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ হলেই মিরাজ ওপরে ব্যাট করবে। সে মুজিব-রশিদকে খুব ভালোভাবে মোকাবিলা করেছে। সেদিক থেকে মিরাজ ওপরে ব্যাট করবে, এটা আমাদের পরিকল্পনা অবশ্যই। তবে তামিমকে নিচে খেলার প্রস্তাব আমরা দিইনি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!