সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে আগামী ২৩ থেকে ২৭ এপ্রিল ৫ দিনের জন্য অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা’র (এনইউবিটিকে) কর্তৃপক্ষ।
সোমবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী শনিবার (২৮ এপ্রিল) থেকে যথারীতি সশরীরে শিক্ষা কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রচন্ড গরমের এই সময়ে আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মীদের নিরাপত্তা ও মঙ্গল নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের এই সময়ে তাদের ক্লাসের জন্য বিশ্ববিদ্যালয়ে না আসার পরামর্শ দেওয়া হচ্ছে।”
এদিকে, তীব্র তাপদাহের কারনে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ব্র্যাক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।রোববার (২১ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয় তিনটির অনলাইনে পাঠদান শুরু হয়েছে, যা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।
এর আগে তীব্র তাপপ্রবাহের কারণে শনিবার (২০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ