খুলনা, বাংলাদেশ | ৩ ফাল্গুন, ১৪৩১ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছিল জাতিসংঘের প্রতিবেদনে তা বন্ধ হয়েছে, ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটা পক্ষ : প্রধান উপদেষ্টা
  ‘অপারেশন ডেভিল হান্টে’ গেলো ২৪ ঘন্টায় সারা দেশে ৪৭৭ জন গ্রেপ্তার
  বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম জাতীয় স্টেডিয়াম ; জাতীয় ক্রিড়া পরিষদের নির্দেশনা

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

গেজেট ডেস্ক 

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা খুলনা শাখায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় গল্লামারী লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন সরকারি ব্রজলাল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর সেখ মুহাম্মাদ হুমায়ুন কবির।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম. এম রবিউল ইসলামের সভাপতিত্বে এবং খুলনা শাখার এ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল কাফী-এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন প্রিন্সিপাল ইনচার্জ আব্দুল মমিন।

এ সময় খুলনা জোনাল ইনচার্জ আ খ ম মাসুম বিল্লাহ, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা খুলনা শাখার পরিচালনা কমিটির অন্যতম সদস্য আব্দুল্লাহ আল ফারুক, গার্লস হিফয শাখা প্রধান হাফেয মো. সাইফুল্লাহ, প্রি-হিফয শাখা প্রধান হাফেয ইমরান খালিদ, প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মো. নুরুজ্জামান, আমীনুল হিফয হাফেয ফুরকান হোসাইন, সহকারী আমীনুল হিফয হাফেয ইমদাদুল্লাহ, এ্যাসিস্ট্যান্ট নাযিম ই তালিমাত মো. নুরুল ইসলামসহ অন্যান্য উস্তাজ ও শিক্ষকমন্ডলী, বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, সমাজসেবক, ডাক্তার, ব্যাংকার, ব্যবসায়ী, প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!