ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বাবা আব্দুল কাশেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব।
তৌসিফ বলেন, তিশার বাবা ক্যানসারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থা খারাপ হলে তাকে কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত তার শারীরিক অবস্থা ভালো ছিল, এরপর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিশার পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের গ্রামের বাড়ি শরীয়তপুরে রোববার (১৩ ফেব্রুয়ারি) বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। এরই মধ্যে তার মরদেহ নিয়ে পরিবারের সবাই শরীয়তপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন।