দেশে জ্বালানির মজুত নিয়ে উদ্বেগ ছড়ানো ব্যক্তিদের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আতঙ্ক ছড়ানোয় জড়িতদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আসলে তারা খোঁজ রাখে কি না জানিও না। হঠাৎ দেখলাম একজন জ্বালানি সংকটের কথা বলল।
আসলে তারা অনেক বেশি জ্ঞানী আর তাদের ব্রেইন এত বেশি যে, কিছু জিনিস ভুলে যান। উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চান।’
বুধবার দুপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলেন সরকারপ্রধান।
বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশেও অকটেন-পেট্রল সংকট দেখা দিচ্ছে বলে যে প্রচার চলছে, সে বিষয়ে ব্যাখ্যা দেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘ডিজেল আমাদের কিনতে হয়, কিন্তু অকটেন আর পেট্রল কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে রিফাইন করা পেট্রলও পাই, অকটেনও পাই।
‘বরং যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রল এবং অকটেন কিন্তু আমাদের আছে। অনেক সময় বাইরে বিক্রিও করি। ’