প্রথম সেশনে স্পিন জাদু দেখালেন তাইজুল ইসলাম। তুলে নিলেন ভারতের তিনটি উইকেট। তাইজুলের শিকার দুই ওপেনার কেএল রাহুল (১০), শুভমন গিল (২০) এবং ওয়ানডাউন ব্যাটার চেতেশ্বর পূজারা (২৪)। দ্বিতীয় সেশনে বিরাট কোহলিকে মাত্র ২৪ রানে ফেরালেন তাসকিন আহমেদ।
৩৮তম ওভারের চতুর্থ বলে তাসকিনকে খেলতে গিয়ে উইকেটের পেছনে থাকা নুরুল হাসান সোহানের তালুবন্দি হন কোহলি। দলীয় ৯৪ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা। ৪২.৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১১৮ রান। ১০৯ রানে এগিয়ে বাংলাদেশ।
মিরপুর টেস্টের প্রথম দিনে ২২৭ রানে প্রথম ইনিংস থামে বাংলাদেশের। জবাবে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১৯ রানে দিন শেষ করে ভারত। কেএল রাহুল ৩ এবং শুভমন গিল ১৪ রানে অপরাজিত থাকেন।
দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাত হানেন তাইজুল ইসলাম। ১৪ এবং ১৫তম ওভারে কেএল রাহুল (১০) এবং শুভমনকে (২০) আউট করেন। দুই ব্যাটারকেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। ১৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৫৩ রান। বাংলাদেশ এখনো ১৭৪ রানে এগিয়ে।