বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শাখার আত্মপ্রকাশ এবং আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী একরামুল হক-কে আহ্বায়ক এবং স্থাপত্য ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে।
কমিটির বাকি সদস্যরা হলেন বাংলা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলকামা রমিন, একই ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জেসমিন আক্তার রিক্তা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার।
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে এ সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
খুলনা গেজেট/ টিএ