তরমুজের দাম নিয়ে অরাজকতা বন্ধে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে বরিশাল জেলা প্রশাসন। বৈঠকে তরমুজ কেজি দরে ও কেটে বিক্রি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রকিবুর রহমান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
রকিবুর রহমান খান জানিয়েছেন, পিস হিসেবে তরমুজ কিনে বরিশালে ভোক্তা পর্যায়ে তা কেজি দরে বিক্রি হচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। তারপরও আমরা চাইছি ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি করতে।
এ কর্মকর্তা বলেন, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে তরমুজ পিস হিসেবে কিনে ভোক্তাদের কাছে পিস হিসেবেই বিক্রি করতে হবে। কেজি দরে বিক্রি করা যাবে না। এছাড়া তরমুজ কেটে বিক্রি করা যাবে না। পাশাপাশি আড়ৎদাররা মূল্য তালিকার বাইরে বাড়তি মূল্য আদায় করতে পারবেন না। এসব সিদ্ধান্ত অমান্য করলে জেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেএ