খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের
কেইউজের সদস্যদের মাঝে অনুদান ও প্রণোদনার চেক বিতরণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী খুলনা আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতার অনুদান এবং করোনাকালীন প্রণোদনার আর্থিক চেক আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিতরণ করা হবে। খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেইউজের সভাপতি ফারুক আহমেদ। সঞ্চালনা করবেন কেইউজের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ।

এদিকে অনুদানপ্রাপ্ত সকল সাংবাদিক এবং করোনাকালীন প্রণোদনার জন্য যে সকল সদস্য/কর্মরত সাংবাদিক আবেদন করেছেন তাদের প্রত্যেককে উপস্থিত হয়ে উক্ত চেক গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। চেক গ্রহণকালে সদস্যদের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প সঙ্গে আনার জন্য বলা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!