প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতার অনুদান এবং করোনাকালীন প্রণোদনার আর্থিক চেক আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিতরণ করা হবে। খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেইউজের সভাপতি ফারুক আহমেদ। সঞ্চালনা করবেন কেইউজের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ।
এদিকে অনুদানপ্রাপ্ত সকল সাংবাদিক এবং করোনাকালীন প্রণোদনার জন্য যে সকল সদস্য/কর্মরত সাংবাদিক আবেদন করেছেন তাদের প্রত্যেককে উপস্থিত হয়ে উক্ত চেক গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। চেক গ্রহণকালে সদস্যদের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প সঙ্গে আনার জন্য বলা হয়েছে।