খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

ঢাবি সিনেট নির্বাচন : বাগেরহাটে গনতান্ত্রিক ঐক্য পরিষদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিষ্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩-এর গনতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন, কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জেএম পারভেজ সাজ্জাদ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহ আলম ফরাজি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট জেলা আওয়ামী সাধারন সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে রেজিষ্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের অর্ধশতাধিক ভোটাররা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিষ্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩-এ ২৫ জন গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন করা হবে। এই নির্বাচনে গনতান্ত্রিক ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে। এই পরিষদ মনোনীত সকল প্রার্থী প্রগতিশীল। দেশ ও জাতির কল্যানে এরা সব সময় কাজ করে যায়। আগামী নির্বাচনে এই পরিষদের প্রার্থীদের নির্বাচিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

তফসিল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ রেজিষ্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নিয়োগের জন্য ৪ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ঢাকার বাইরে ৪২টি কেন্দ্রে এবং ঢাকা বিশ্ব বিদ্যালয়ের চারটি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। ২৯ মার্চ ঢাবির নবাব নওয়াব আরী চৌধুরী সিনেট ভবনে ওসিএস (অপটিক্যাল কাউন্টিং সিস্টেম) পদ্ধতিতে ভোট গননা করা হবে। গননা শেষে ফলাফল প্রদান করা হবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!