খুলনা, বাংলাদেশ | ১৫ কার্তিক, ১৪৩১ | ৩১ অক্টোবর, ২০২৪

Breaking News

ঢাবির উপাচার্য হলেন মাকসুদ কামাল

গেজেট ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সাময়িক নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মাকসুদ কামাল। তিনি এতোদিন দেশের অন্যতম সেরা এই বিদ্যাপীঠের উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব পালন করে আসছিলেন।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শর্তসাপেক্ষে এই নিয়োগ দিয়েছেন। রোববার যুগ্ম সচিব মাহমুদুল আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১১ (২) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে সাময়িকভাবে নিম্নোক্ত শর্তে উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন।

শর্তগুলো হচ্ছে-চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। এ পদে তিনি তার বর্তমান পদের (উপ-উপাচার্য) সমপরিমাণ বেতন ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট সুবিধা ভোগ করবেন। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এ আদেশ আগামী ৪ নভেম্বর থেকে কার্যকর হবে।

ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাসরীন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে উপ-উপাচার্যের শূন্য পদে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে ২০২০ সালের ২৫ জুন মাকসুদ কামাল উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!