ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টার সময়ে আজাদ ফিলিস্তিনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বহু মুসল্লি অংশগ্রহণ করেন।
জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম অপু বলেন, ‘আমরা বাংলাদেশকে যেভাবে জুলুমমুক্ত করেছি, সেভাবে ফিলিস্তিনসহ পুরো বিশ্বকে একদিন জুলুমমুক্ত করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমরান হোসাইন বলেন, ‘ফিলিস্তিনের আজাদী আন্দোলন এখন আর ফিলিস্তিনের একার না, তা সারা বিশ্বের আন্দোলনে রূপ নিয়েছে। ফিলিস্তিনের আজাদী আন্দোলনে বাংলাদেশের ছাত্র-জনতা সবসময় সাড়া দিবে।
গায়েবানা জানাজা নামাজের ইমামতি করেন আরবি বিভাগের শিক্ষার্থী আশিক বিল্লাহ। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন তিনি। মোনাজাত শেষে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। এ সময় তারা ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘অকিউপেশন অকিউপেশন, নো মোর নো মোর’, ‘আমাদের নেতা ইয়াহিয়া সিনওয়ার, লাল সালাম লাল সালাম’ ইত্যাদি স্লোগান দেন।
গত বুধবার ইসরায়েলের হামলায় এ হামাস নেতা নিহত হন। এরপর গতকাল রাতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী (আইডিএফ) ডিএনএ পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করে।
খুলনা গেজেট/এইচ