খুলনা, বাংলাদেশ | ২৭ মাঘ, ১৪৩১ | ১০ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে যমুনায় বিএনপি মহাসচিবসহ প্রতিনিধি দল
  চার দিনের রিমান্ডে আনিসুল, সালমান ও পলকসহ ৪ নেতা

ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

গেজেট ডেস্ক 

রাজধানীর সায়েন্সল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- মাহিম আহমেদ সনু (২১), আলামিন (২০), রিয়ন (১৮), ইরফান (১৮) ও নাজমুল (১৯)।

নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থী বলেন, আইডিয়াল ও সিটি কলেজ শিক্ষার্থীদের মারামারির কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আগে হয়তো কোনো শত্রুতা ছিল, এজন্য আজ এই ঘটনা ঘটেছে। আহত অবস্থায় এখন পর্যন্ত আইডিয়াল কলেজের পাঁচ শিক্ষার্থীকে ঢামেকে আনা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আইডিয়াল কলেজের ৫ শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে শিক্ষার্থী মাহিম আহমেদ সনুর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

এর আগে বিকেলে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিকেল থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!