চাকরিতে কোটা সংস্কার ও কোটা সংশ্লিষ্ট ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে রংপুরের প্রবেশমুখ মডার্ন মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে থেকে বেলা ১১টার দিকে পদযাত্রা ও ছাত্র সমাবেশের উদ্দেশ্যে বিশাল মিছিল বের করে বেরোবির সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে কর্মসূচি পালনের পরামর্শ দিলেও তারা তা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল নিয়ে পার্কের মোড় হয়ে মডার্ন মোড়ে গিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর অবস্থান নেয়।
এতে মডার্ন মোড় থেকে পার্কের মোড় ও দমদমা ব্রিজ পর্যন্ত সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে প্রায় ২-৩ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে তারা অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো বাধা দেননি। পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজন বক্তব্য দেওয়ার পর বেলা দুইটার দিকে তারা অবরোধ তুলে নেন। এ সময় সেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘আজ যদি বেগম রোকেয়া বেঁচে থাকতেন, তাহলে বলতেন আমার এই নারীদের জন্য কোনো কোটার প্রয়োজন নেই। এই বৈষম্যপূর্ণ কোটা পদ্ধতি কখনোই থাকতে পারে না।
বেরোবিতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী শয়ন কুমার সাহা বলেন, আমরা চারটি দফা থেকে এখন একটি দফায় উপনীত হয়েছি। যা সকল গ্রেডের জন্য প্রযোজ্য, শুধু প্রথম ও দ্বিতীয় গ্রেডের জন্য নয়। অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল এবং সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে সংসদে কোটা পদ্ধতির সংস্কার করতে হবে। আমাদের দাবি একটি যা আমরা রাজপথ থেকে পুরো দেশে প্রশাসন অব্দি জানিয়ে দিতে চাই যদি এই আন্দোলনে কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা রাজপথ ছাড়বো না।আমাদের এই কার্যক্রম প্রতিনিয়ত চলতে থাকবে।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশেই আন্দোলন করছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে রবিবার (৭ জুলাই) হতে সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছে তারা।
খুলনা গেজেট/এএজে