ঢাকা মেডিকেলের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সব কর্মসূচি স্থগিত করে কাজে ফিরবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুদিন বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে সব ধরনের সেবাদান কার্যক্রম পুরোদমে চলবে।
চিকিৎসকরা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জনগণকে।
ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ঝুলে থাকা স্বাস্থ্য সুরক্ষা আইন কার্যকর ও স্বাস্থ্য পুলিশ গঠনে সরকার ইতিবাচক সাড়া দিয়েছে।
খুলনা গেজেট/কেডি