খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের

গেজেট ডেস্ক

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির অজ্ঞাত এক যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলে বাবা ও মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলেন- কামাল হোসেন (৩০) এবং শিশু মাহিরা মাহি (১০)। নিহত কামাল বরিশালের রমজান কাঠি এলাকার আব্দুল হাকিমের ছেলে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মহাসড়কের হাঁসাড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের ঢাকা থেকে মাওয়া মুখি লেনে মোটরসাইকেলটিকে পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায় এতে ঘটনাস্থলেই প্রাণ গেছে বাবা-মেয়ের।

পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাঁসাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে এই দুর্ঘটনায় অভিযুক্ত যাত্রীবাহী বাসটিকে শনাক্ত করতে পারিনি পুলিশ।

ঘটনা সত্যতা নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, নিহত কামাল হোসেন ও শিশু মাহিরা মাহির মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। নিহত দুইজন সম্পর্কে বাবা-মেয়ে বলে জানিয়েছেন স্বজনরা। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া অভিযুক্ত যাত্রীবাহী বাসটিকে সড়কের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে শনাক্তের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!