ক্রিকেট যে ভালোভাবে মাঠে ফিরছে সেটা জানাতেই যেন মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কদিন পরেই জাতীয় দল ও এইচপির ক্রিকেটারদের নিয়ে তিন দলের ওয়ানডে টুর্নামেন্টে আয়োজনের পর আগামী মাসে মাঠে গড়াবে কর্পোরেট লিগ।
ঘরোয়া ক্রিকেট ফিরলেও এখনো অনিশ্চয়তা কাটেনি বেশির ভাগ ক্রিকেটারের সবচেয়ে বড় আয়ের মাধ্যম স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফেরা নিয়ে। বিসিবি সভাপতি বলছেন, তাদের ইচ্ছে থাকলেও এখনো আছে বেশ কিছু প্রতিবন্ধকতা। বিশেষত ক্লাবগুলোর আগ্রহ আছে কিনা তা আগে নিশ্চিত হতে চান তিনি।
বিসিবি সভাপতি বলেন, ‘লিগ চালু করা নিয়েই একটু সমস্যা হতে পারে। আমরা লিগটাও চালু করতে চাচ্ছি। লিগ চালু করার আগে দুইটা জিনিস দরকার। ক্লাবগুলো আগ্রহী কিনা। কারণ ওদের প্লেয়ার, ওদের টিম, ওদেরই ম্যানেজ করতে হবে। ওরা যদি আগ্রহী না হয়, তাহলে কী ফর্মুলা হবে সেটা জানাতে বলেছি।’
ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারেও চিন্তিত বিসিবি। লিগ আয়োজন হলে কীভাবে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা দেয়া হবে এসব বিষয় চূড়ান্ত হলেই লিগ আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় বিসিবি।
পাপন বলেন, ‘ক্রিকেটাররা যেখানেই থাক। ক্লাব গুলোর অধীনেই থাক বা আমাদের অধীনে। প্লেয়ারদের বায়ু সুরক্ষার ব্যাপারে কী কী পদক্ষেপ নিচ্ছে সেটা জানতে। ওটা নিয়ে কথা হচ্ছিলো। এই ব্যাপারটা এখনো জানাতে পারেনি। জানালে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো।’
খুলনা গেজেট/এএমআর