খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

ঢাকা থেকে ট্রেনেই যাওয়া যাবে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত 

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা-কলকাতা ও খুলনা-কলকাতার পর এবার ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি পর্যন্ত রেল চলাচল করবে। ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা রোববার দার্জিলিংয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান। 

তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে দুই দেশের মধ্যে পরিবহন ব্যবস্থার বিস্তার ঘটাতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হচ্ছে। এর অংশ হিসেবেই শীঘ্রই বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত রেল পরিসেবা চালু করা হবে।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এমনিতেই ভালো। সেই সম্পর্ককেই সুদৃঢ় করতে আরও রেল সেবা বাড়ানোর চিন্তাভাবনা করছে কেন্দ্র। কেন্দ্র থেকেই দুই শহরের মধ্যে রেল চালুর চেষ্টা করা হচ্ছে। শীঘ্রই এই বিষয়ে ঘোষণা দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নীলফামারীর চিলাহাটি থেকে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি পর্যন্ত রেল চলাচল শুরু হওয়ায় এ নতুন রুটের কাজে আরও সুবিধা হবে। উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশকে সংযুক্ত করা অত্যন্ত জরুরি।

‘এতে পণ্য পরিবহনে একাধিক নতুন সুযোগ তৈরি হবে। উত্তরবঙ্গে পর্যটকের সংখ্যা বাড়বে। এছাড়া, বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে আসা মানুষেরাও যাতায়াতে বিশেষ সুবিধা পাবে। তবে প্রাথমিকভাবে শিলিগুড়ি-ঢাকা রুটে মালবাহী ট্রেন চালু হলেও আগামী দিনে যাত্রীবাহী রেল চলাচল করবে।’

এর আগেও হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছিলেন, বাংলাদেশের আখাউরা থেকে ত্রিপুরার আগরতলা পর্যন্ত রেল পরিসেবা চালুর জন্য নতুন সংযোগের কাজ শুরু হয়েছে।

দীর্ঘ ৫৬ বছর পর চলতি বছরের ১ আগস্ট থেকে হলদিবাড়ি-চিলাহাটি রুটে মালবাহী রেল চলাচল শুরু হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে মোট পাঁচটি রেল পরিসেবা চালু রয়েছে।

এগুলো হলো, বেনাপোল থেকে পেট্রাপোল, দর্শনা থেকে গেদে, রোহনপুর থেকে সিঙ্গাবাদ, বিরল থেকে রাধিকাপুর এবং চিলাহাটি থেকে হলদিবাড়ি। এসব রুটেই মালবাহী রেল চলাচল করে। তবে কলকাতা স্টেশন থেকে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস নামে ঢাকা ও খুলনাগামী দুটি রেল চলাচল করছে।

করোনা সংক্রমণের কারণে প্রায় এক বছর দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার পর চলতি বছরের আগস্ট মাসে হলদিবাড়ি-চিলাহাটি রুটে রেল চলাচল শুরু হয়। অন্যদিকে ৫ সেপ্টেম্বর থেকে এয়ার বাবল চুক্তির অধীনে দুই দেশের মধ্যে বিমানও চালু হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!