ওয়েস্ট ইনন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।
টস: টস জিতে ব্যাটিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
একাদশে তিন পরিবর্তন
চোটে থাকা সাকিব আল হাসান ও সাদমান ইসলামের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন। এ ছাড়া বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে জায়গা পেয়েছেন আবু জায়েদ রাহি।
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ চৌধুরী রাহি।
ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা
চট্টগ্রাম টেস্ট এখন অতীত। আজ থেকে শুরু হবয়েছে মুমিনুল হকদের দ্বিতীয় পরীক্ষা। সাগরপাড়ে তিন উইকেটের হারের বেদনা থেকে বেরিয়ে রাজধানীতে বাংলাদেশ নেমেছে সিরিজ বাঁচাতে উইন্ডিজ বধের মিশনে। ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে মুমিনুল বলেছেন, ‘দেখেন কথায় আছে, অতীত যেটা চলে গেছে ওইটা নিয়ে চিন্তা না করাই ভালো। এই ম্যাচটা জেতার জন্য সবাই উদগ্রীব হয়ে আছি। আমরা ভালো খেলতে মুখিয়ে। ইনশাআল্লাহ ভালো কিছুর প্রত্যাশা করছি।’
খুলনা গেজেট/কেএম