খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকায় ফিরলেন টাইগার কোচ ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক

তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্ট’স কাপ শেষে অক্টোবরের শেষ সপ্তাহে পরিবারের কাছে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো। প্রায় এক মাসের ছুটি শেষে ৫ দলের বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ মাঠে গড়াতেই ফিরলেন কর্মস্থলে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বশীল একটি সূত্র তার ফেরার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে।

বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান অবশ্য গতকালই তার ফেরার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, দুই এক দিনের ফিরবেন ডমিঙ্গো। আদতে হলও তাই।

তবে ডমিঙ্গ ফিরলেও কোচিং স্টাফের বাকি সদস্যরা এখনই ফিরছেন না। ২৫ ডিসেম্বর বড়দিন পালন করে তবেই ফিরবেন।

তাদের ফেরা নিয়ে আকরাম জানিয়েছেন, ‘সামনে যেহেতু ক্রিস্টমাস ডে (২৫ ডিসেম্বর), সেই জিনিসটা মাথায় রেখে আমাদের বোর্ড প্রেসিডেন্ট বললেন আগে হেড কোচ এসে দেখুক, এরপর পুরো টিম নিয়ে আমাদের কাজকর্ম শুরু করতে পারবেন।’

২০২১ সালের জানুয়ারিতে তিনটি টেস্ট, সমান সংখ্যক ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তার আগে সিরিজের অগ্রগতি দেখতে ২৮ নভেম্বর চার দিনের বাংলাদেশ সফরে আসছেন উইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুই সদস্যের পর্যবেক্ষক দল। এমনই এক পরিস্তিতিতে কর্মস্থলে ফিরলেন টাইগার হেড কোচ। ১৮ ডিসেম্বর পর্দা নামবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির সেই নাগাদ অপেক্ষা না করে হেড কোচকে আগেভাগেই ডেকে আনা হয়েছে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!