বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুক এরই মধ্যে ঢাকা পৌঁছে গেছেন। রবিবার রাতেই ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ দলের এই দক্ষিণ আফ্রিকান কোচ। বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় অ্যামির্যাটসের ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তারা।
অন্যতম দুই বিদেশী কোচ এসে পৌঁছে গেছেন। বোলিং কোচও চলে আসবেন আগামীকালের মধ্যে। সুতরাং, সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে যাবে সপ্তাহ দুয়েক পরই। ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খানের দেয়া তথ্য অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বর টাইগারদের অনুশীলন শুরু।
বোলিং কোচ নিয়োগ দেয়ার পর ওটিস গিবসন খুব বেশি কাজ করার সুযোগ পাননি বাংলাদেশের বোলারদের নিয়ে। অল্পকিছুদিন কাজ করার পরই করোনার ভয়াল থাবা। যে কারণে, নিজের দেশে চলে যেতে হয়েছিল ক্যারিবিয়ান এই কোচকে। আজ সকালে ফেরার কথা ছিলো টাইগার বোলিং কোচের। তবে ফ্লাইট বাতিল হওয়ায় আগামীকাল আসবেন এই কোচ।
খুলনা গেজেট/এএমআর