পুলিশের অনুমতি না পাওয়ায় ঢাকায় আজকের বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত করেছে জামায়াত। সোমবার (৫ জুন) সকালে দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
দলটির পক্ষ থেকে বলা হয়, আমরা জনগণের দাবি আদায়ে আন্দোলন, সংগ্রামে বদ্ধ পরিকর। আমরা সংঘাত সংঘর্ষ চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আজকের কর্মসূচি স্থগিত করে আগামী ১০ জুন, শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে দুপুর ২ টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আমরা আশা করছি, শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সকলের সহযোগিতা পাবো। পুলিশ প্রশাসন যেন, গণতন্ত্র বিরোধী, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে নিজেদের প্রতিবন্ধক হিসেবে দাড় না করায় আমরা সেই আহ্বান জানাচ্ছি।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, কারাবন্দীদের নেতাকর্মীদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ কর্মসূচির ঘোষণা দেয় তারা।
খুলনা গেজেট/এসজেড