খুলনা, বাংলাদেশ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিমসটেক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা
  মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

ঢাকায় সুলতানি আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল

গেজেট ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সুলতানি মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু হয়। এ আনন্দ মিছিলে অংশ নেন অসংখ্য মানুষ।

সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

ঢাকার ৪০০ বছরের ঈদ ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্য ধরে এবার রোজার ঈদে বড় পরিসরে ঈদের জামাতের পাশাপাশি ঈদ আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ মেলার আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

ঢাকার ৪০০ বছরের ঈদ ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষ্য ধরে এবার রোজার ঈদে বড় পরিসরে ঈদের জামাতের পাশাপাশি ঈদ আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ মেলার আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরনো বাণিজ্যমেলার মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয় এই ঈদ জামাত, যেখানে নারী-পুরুষ মিলিয়ে এক লাখ মানুষের নামাজ পড়ার বন্দোবস্ত করা হয়।

বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরনো বাণিজ্যমেলার মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয় এই ঈদ জামাত, যেখানে নারী-পুরুষ মিলিয়ে এক লাখ মানুষের নামাজ পড়ার বন্দোবস্ত করা হয়।

ঈদের আনন্দ শিশুদের ছুঁয়ে যায় সবচেয়ে বেশি। তারা ঘুরে ঘুরে ঈদের দিনটি উদযাপন করতে ভালোবাসে। আর শিশুদের ভালোলাগা, আনন্দ ছুঁয়ে যায় বড়দেরও।

ঈদের আনন্দ শিশুদের ছুঁয়ে যায় সবচেয়ে বেশি। তারা ঘুরে ঘুরে ঈদের দিনটি উদযাপন করতে ভালোবাসে। আর শিশুদের ভালোলাগা, আনন্দ ছুঁয়ে যায় বড়দেরও।

বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরনো বাণিজ্যমেলার মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয় এই ঈদ জামাত, যেখানে নারী-পুরুষ মিলিয়ে এক লাখ মানুষের নামাজ পড়ার বন্দোবস্ত করা হয়।

বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরনো বাণিজ্যমেলার মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয় এই ঈদ জামাত, যেখানে নারী-পুরুষ মিলিয়ে এক লাখ মানুষের নামাজ পড়ার বন্দোবস্ত করা হয়।

ঢাকার মোগল শাসনকর্তা ইসলাম খাঁর আমল থেকেই ঢাকায় ঈদ উৎসবের পরিচয় পাওয়া যায়। খুব ধুমধাম করে ঈদ উৎসব পালিত হতো তখন। ইসলাম খাঁ নবনির্মিত লালবাগ মসজিদে গিয়ে নামাজে যোগ দিতেন।

ঢাকার মোগল শাসনকর্তা ইসলাম খাঁর আমল থেকেই ঢাকায় ঈদ উৎসবের পরিচয় পাওয়া যায়। খুব ধুমধাম করে ঈদ উৎসব পালিত হতো তখন। ইসলাম খাঁ নবনির্মিত লালবাগ মসজিদে গিয়ে নামাজে যোগ দিতেন।

ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা, বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’। এসময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দের মেতে ওঠেন।

বর্ণাঢ্য এ মিছিলের সামনে শাহী ঘোড়া ও সামনে-পেছনে ২০টির মত ঘোড়ার গাড়ি ছিল। ছিল ব্যান্ড পার্টি। পাশাপাশি সুলতানি-মোঘল আমলের ইতিহাস সম্বলিত চিত্রকলাও ছিল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!