খুলনা, বাংলাদেশ | ২১ মাঘ, ১৪৩১ | ৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
  বিশ্ব ইজতেমা দ্বিতীয় ধাপে আরও এক মুসল্লির মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে
  সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ডা. আব্দুল আজিজ ঢাকায় গ্রেপ্তার

ঢাকায় নিযুক্ত ব্রুনাই হাইকমিশনারের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিবের সাক্ষাৎ

গেজেট ডেস্ক

মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালবাসা ও আন্তরিকতা রয়েছে। বর্তমানে দুই দেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন ও দৃঢ় করতে হাইকমিশন আন্তরিক কাজ চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর জন্য আইকন হিসেবে চিরঞ্জীব। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে, কূটনৈতিক হিসেবে আমি বাংলাদেশ সরকারের সফলতা দেখছি।

আজ বুধবার (৬ এপ্রিল) দুপুরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজী হারিস বীন ওসমান এর সাথে সাক্ষাৎ করতে গেলে এসময় তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশে অবস্থানকালে বর্তমান সরকার আমাকে কূটনৈতিক হিসেবে যথেষ্ট সহযোগিতা করেছেন। তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, মানবিক কার্যক্রমের বিষয়ে ইসলাম যথেষ্ট নির্দেশনা দিয়েছেন। ব্রুনাই সরকার শরিয়া আইনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!