বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের অন্যতম সফল দল গাজি গ্রুপ চট্টগ্রাম। গ্রুপ পর্বের ৮ ম্যাচের ৭টিতে জিতে শেষ চারে উঠলেও প্রথম কোয়ালিফাইয়ারে হোঁচট খেয়েছিল মোহাম্মদ মিঠুনের দল। তবে দ্বিতীয় কোয়ালিফাইয়ারেস্বরূপে ফিরেছে দলটি। হেসে খেলে বেক্সিমকো ঢাকাকে হারিয়ে ফাইনালে উঠেছে চট্টগ্রাম। শুক্রবার শিরোপার লড়াইয়ে জেমকন খুলনার মুখোমুখি হবে চট্টগ্রাম।
ফাইনালে উঠতে চট্টগ্রামকে করতে হতো মাত্র ১১৭ রান। সেই লক্ষ্যে চট্টগ্রাম পৌঁছে গেছে ১৯.১ ওভারে ৭ উইকেট হাতে রেখে। দলের পক্ষে সর্বোচ্চ লিটন দাস করেন ৪০। এছাড়া অধিনায়ক মিঠুনের ব্যাট থেকে আসে ৩৩ রান।
ব্যাট করতে নেমে সৌম্য সরকার এবং লিটন দাসের ব্যাটে ভালো সূচনা পায় চট্টগ্রাম। পাওয়ার প্লে’তে এই জুটি যোগ করে ৪২ রান। তবে দলীয় ৪৪ রানে ২৭ রান করা সৌম্য রান আউট হয়ে ফিরলেও দলকে টেনে নিতে থাকেন লিটন-মিঠুন।
দুজন মিলে দেখে শুনে খেলে ১৬.২ ওভারে দলকে ১০০ রানের পুঁজি এনে দেন। তবে পর পর দুই ওভারে লিটন দাস এবং মিঠুন ফিরলেও শামসুর রহমানের ব্যাটে শেষ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম।
এর আগে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১১৬ রানে অল আউট হয় ঢাকা। সর্বোচ্চ ২৫ রান আসে আল আমিন জুনিয়র এবং মুশফিকুর রহিমের ব্যাট থেকে। ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজ।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা-১১৬ অল আউট (২০ ওভার) (আল আমিন ২৫, মুশফিক ২৫, মুস্তাফিজ ৩/৩২)
চট্টগ্রাম-১১৭/৩ (১৯.১ ওভার) (লিটন ৪০, মিঠুন ৩৪) (আল আমিন ১/৪)
বেক্সিমকো ঢাকা- মুশফিকুর রহিম (অধিনায়ক), রুবেল হোসেন, নাসুম আহমেদ, নাঈম শেখ, আকবর আলী, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, আল আমিন জুনিয়র, মুক্তার আলী, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম।
গাজী গ্রুপ চট্টগ্রাম: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, সৈকত আলী, নাহিদুল ইসলাম, রকিবুল হাসান, নাদিফ চৌধুরী, শামসুর রহমান শুভ মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
খুলনা গেজেট /এমএম