যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ড. মোঃ মোজাহারুল ইসলামের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (৩ এপ্রিল) নগরীর উম্মে হানি খাতুন শান্তিনগর মধ্যপাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া এ বছর মে মাসে ড. মোঃ মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে খুলনায় অনুষ্ঠেয় ‘ড. মোঃ মোজাহারুল ইসলাম স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে ‘ড. মোঃ মোজাহারুল ইসলাম শিক্ষাবৃত্তি’ প্রদান করা হবে।
ড. মোঃ মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হান্নান’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুলনা গেজেট/ টিএ