ক্যাম্ব্রীজ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ড. মোহাম্মদ মোজহারুল ইসলাম স্মরণে আজ শুক্রবার সকালে খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ড. মোঃ মোজহারুল ইসলাম শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
ড. মোজহারুল ইসলাম-শার্লী ইসলাম ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর শেখ আব্দুল হাসিব।
প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ড. মোঃ মোজহারুল ইসলাম শৈশব থেকেই যেমন জ্ঞানের সাধনা করেছেন তেমনই অন্যদের জ্ঞান আহরণের জন্যে উৎসাহিত করে গেছেন এবং তাঁর ক্ষুরধার মেধার সঙ্গে গভীর মনস্বিতা, একাগ্র কর্মসাধনা ও উদার মানবিকতার সম্মিলন ঘটেছিল তাই’ত তিনি এক কীর্তিমান মানুষ। খুলনা বিশ্ববিদ্যালয়ে শার্লী ইসলাম লাইব্রেরি প্রতিষ্ঠায় তার অবদান এবং তাঁরই অর্থে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান নিঃসন্দেহে মহৎ কাজের দৃষ্টান্ত। তাঁর এই মহৎ কাজের দ্বারা আমাদের সমাজে অনেকেই অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসবে বলে প্রধান অতিথি আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আসন্ন এসএসসি ও সমমানের মেধাবী ও সম্ভাবনাময় যে সকল পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তির অর্থের চেক প্রদান করা হয় : সুমাইয়া, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ; মোঃ জুবায়ের হোসেন, খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসাহ ; তাসলিমা, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় ; মোঃ রাকিব, হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয় ; সনিয়া, রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় ; শাহনাজ খাতুন, ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ ; মোঃ জাহাঙ্গীর জুলফিকার, তালীমুল মিল্লাত রহমানিয়া ফাজিল মাদ্রাসা।
সভার শুরুতে ড. মোঃ মোজাহারুল ইসলাম তার স্ত্রী শার্লী ইসলামসহ প্রয়াত সকলের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
খুলনা গেজেট/ এস আই