শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী ১ জানুয়ারি রায়ের দিনক্ষণ নির্ধারণ করেছেন আদালত। রোববার রাতে যুক্তি তর্ক উপস্থাপন শেষে এ ঘোষণা দেন আদালত। এ সময় আদালতেই বসা ছিলেন ড. ইউনূস।
রোববার বেলা ১১ টা ৩৩ মিনিটে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। তখন বিচারক বলেন, আজ যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিন। ইউনূসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন শুনানি করেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এদিন বেলা ১১ টা ১৮ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস তার আইনজীবীসহ আদালতে হাজির হন।
খুলনা গেজেট/ এএজে