সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সোনারমোড় মাছের আড়ৎ, মুন্সিগঞ্জ ও কৈখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শ্যামনগর থানা পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে অন্যতম গুমানতলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসিম সরদার। তিনি হত্যাসহ অন্তত ১৪ মামলার আসামি। দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
গ্রেপ্তার হওয়া অন্য দুইজন হলেন, পশ্চিম কৈখালী আওয়ামী লীগ নেতা মো. রুহুল কুদ্দুস ও মুন্সিগঞ্জ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দীন গাজী। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে