ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। সম্প্রতি তিনি জ্বরে আক্রান্ত হলে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে সাবিলাকে হাসপাতালে নেওয়া হয়।
সাবিলা নূরের মা মুশরাত জানিয়েছেন, আগের চেয়ে সাবিলা নূরের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো। তিনি বলেন, সাবিলা বাসায় ছিল। প্রথমে জ্বর ছিল। তাই বাসাতেই বিশ্রাম নিচ্ছিল, সঙ্গে চিকিৎসাও নিচ্ছিল। কিন্তু মঙ্গলবার তার প্রেশার লো হতে থাকে। আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। দ্রুত হাসপাতলে ভর্তি করাই।
তিনি বলেন, আপাতত সাবিলার অবস্থা কিছুটা ভালো। আশা করছি শিগগিরই সুস্থ হয়ে উঠবে। সকলের দোয়া চাই।
মডেলিং থেকে নাটকে অভিনয় শুরু করেন সাবিলা নূর। গত কয়েক বছরে ব্যতিক্রমী সব কাজের মাধ্যমে তিনি নিজেকে প্রথমসারীর অভিনেত্রীদের কাতারে নিয়ে গেছেন।
খুলনা গেজেট/ টিএ