খুলনার ডুমুরিয়ায় মহাসড়ক থেকে শিশু ছিনতাইয়ের চেষ্টায় মায়ের কৌশলের কাছে পরাস্ত হয়ে এক ছিনতাইকারীকে আটক করেছে জনতা।
সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের চুকনগর ভিআইপি ফিলিং স্টেশনের সন্নিকটে এঘটনা ঘটে। পরে গণধোলায়ের পর আটককৃতকে পুলিশের কাছে তুলে দিয়েছে জনতা।
ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের রোকনুজ্জামান রিপনের স্ত্রী শিউলি বেগম জানায়, তিনি কেশবপুর থেকে বাড়ি ফেরার জন্য প্রথমে যোগে চুকনগর বাজারে নামেন। এরপর চুকনগর বাসস্ট্যান্ড থেকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার দাউনিপাড়া গ্রামের আব্দুল সোবহান ফারাজির ছেলে বাচ্চা ছিনতাইকারী আলমগীর ফারাজির ভ্যানে ওঠেন। এসময় আরও একজন যাত্রী ছিনতাই চক্রের সদস্য ঐ ভ্যানে ওঠে। এসময় ভ্যানটি চুকনগর সাতক্ষীরা মহাসড়কের চুকনগর ভিআইপি ফিলিং স্টেশনের সন্নিকটে পৌছুলে মহিলার নাকে অপর যাত্রী চেতনানাশক ঔষধ দিতে গেলে তিনি বিষয়টি আচ করতে পেরে ভ্যান থেকে লাফিয়ে পড়ে। এসময় তারা মহিলার মেয়ে রাহিয়া তাসনিম (৭)কে নিয়ে পালানোর সময় তার আর্তচিৎকারে জনতা ধাওয়া দিয়ে একজন ছিনতাইকারীকে আটক করে এবং অপর ছিনতাইকারী পালিয়ে যায়। এসময় জনতা ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে ডুমুরিয়া থানা পুলিশের উদ-পরিদর্শক (এসআই) কাজল হোসেনের কাছে তুলে দেয়।
এরির্পোট লেখা পর্যন্ত পুলিশ ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়