ডুমুরিয়া দাসপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরে একমাস ব্যাপী দামোদর উৎসব শুক্রবার বিকেলে ভোগ মহোৎসবের মধ্য দিয়ে শেষ হয়েছে। গত পূর্ণিমায় এ উৎসব শুরু হয়। সকাল থেকে স্থানীয় রাধা গোবিন্দ মন্দিরে ভগবাত আলোচনা, নামর্কীতনসহ নানা ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। মনিরামপুরের ভগবাত কথামৃত প্রচারক ও গীতা গবেষক সুনিল দাস ধর্মীয় আলোচক ছিলেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান খান, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান বিশ্বাস, রবীন্দ্রনাথ কুন্ডু। মাসব্যাপী ধর্মীয় আলোচক ছিলেন হরে কৃষ্ণ দাস। মন্দিরের মাসব্যাপী ক্রিয়াকর্ম করেন পরিমল দাস, চিত্তরঞ্জন দাস, শিব দাস, প্রতাপ দাস, পঞ্জরাম দাস, শিবপদ দাস, মহাদেব দাস, চৈতান্ত্য দাস, গুরু দাস, চন্টা দাস প্রমুখ।
খুলনা গেজেট/এনএম