পূর্ব বিরোধের জের ধরে খুলনার ডুমুরিয়ার খরসঙ্গ , চহেড়া , শোলাগাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের (কেসিএস) প্রধান শিক্ষককে মারপিট ও হুমকি ধামকির অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার শোলগাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রধান শিক্ষক মাসিদুল ইসলাম মোল্যা বাদী হয়ে সোমবার সকালে ৩টি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায় ,খুলনার ডুমুরিয়া উপজেলার খরসঙ্গ , চহেড়া , শোলগাতিয়া (কেসিএস) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসিদুল ইসলাম মোল্যা গত রোববার রাত ১১ টার দিকে ব্যক্তিগত কাজ শেষে শোলগাতিয়া বাজার থেকে নিজ বাড়ি খরসঙ্গ গ্রামে যাচ্ছিলেন। এ সময় শোলগাতিয়া খরসঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছুলে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের ওলিয়ার বিশ্বাসের ছেলে মো. ডালিম বিশ্বাসের নেতৃত্বে ৮/১০ জন দূর্বৃত্ত অতর্কিত ভাবে প্রধান শিক্ষক মাসিদুল ইসলামের পথ রোধ করে তাকে মারপিটসহ নানাবিধ হুমকি ধামকি ও গালিগালাজ করতে থাকে।
এ সময় প্রধান শিক্ষকের আত্মচিৎকারে স্হানীয় লোকজন ছুটে আসলে দূর্বৃত্তরা মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। পরে প্রধান শিক্ষককে উদ্ধার করে বাড়ি পৌছায়ে দেয় তারা।
এ বিষয়ে প্রধান শিক্ষক মাসিদুল ইসলাম জানান , বিষয়টি নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন, গত রাতে ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষনিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। সোমবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/ এএজে