খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নিজস্ব প্রতিবেদক ও ডুমুরিয়া প্রতিনিধি

জেলার ডুমুরিয়া উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল সোয়া ১০টায় ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে ও দুপুর দেড়টার দিকে জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত চারজন আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে সাতক্ষীরা থেকে বরিশালগামী হাওলাদার এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-০৮৯১) অপরদিক থেকে আসা মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাহেন্দ্রা চালক ডুমুরিয়ার আরাজি সাজিয়াড়া এলাকার মৃত নেছার বিশ্বাসের ছেলে আমিনুল বিশ্বাস (৬০) এবং ডুমরিয়ার সাহস ¦লোকার মৃত আব্দুল খাদেম শেখের ছেলে মিজানুর রহমান শেখ (৫৫)সহ সাতজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরবর্তীতে মাহেন্দ্রা চালক আমিনুল বিশ্বাস এবং মাহেন্দ্রা যাত্রী মিজানুর রহমান শেখের মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে নিতা (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়। ঘাতক বাস ও মাহেন্দ্রা ডুমুরিয়া থানায় জব্দ রয়েছে। এঘটনায় ডুমুরিয়া থানায় সাধারণ ডায়েরি হয়েছে (যার নং-৩৫৫, ০৮-১০-২০২০ইং)।

অপরদিকে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ডুমুরিয়ার জিলেরডাঙ্গা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস (নারায়নগঞ্জ জ ০৪-০০০৫) খুলনা থেকে সাতক্ষীরা যাওয়ার ড্রাম ট্রাককে (ঢাকা মেট্রো ট ১৫-১৭৫২) অতিক্রম করার সময় যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালকের মা মোসাঃ হালিমা বেগম (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি ডুমুরিয়ার গুটুদিয়ার কোমলপুরের নজির মোল্যার স্ত্রী। ভ্যান চালক শফিকুল ইসলাম (৩০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় ডুমুরিয়া থানায় সাধারণ ডায়েরি হয়েছে (যার নং-৩৬৩,০৮-১০-২০২০ইং)

এদিকে, সকালের দুর্ঘটনায় আহত সাতক্ষীরার কলারোয়া ঘোরদোর এলাকার মৃত নওশের আলী দফাদারের ছেলে হাবিবুর রহমান (৩২) চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছেন।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বিপ্লব জানান, মাত্র দুই ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় ঘাতক পরিবহনগুলো জব্দ করা হয়েছে। ওই বাস ও চালক সাতক্ষীরা সদরের মৃত মোজাম মোল্লার ছেলে আব্দুল মান্নান মোল্লা (৫৫) কে আটক করা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!