দুর্বৃত্তদের ভয়ে ডুমুরিয়া উপজেলার মান্দ্রা ময়নাপুর এলাকার অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক পরিবার ঘরছাড়া। এ বিষয়ে আজ রবিবার বেলা ১১ টায় ডুমুরিয়া প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলন করেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুস সামাদ গাজী।
লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত ৪ জুলাই এলাকার সাকি ওরফে ইউনুস দিন দুপুরে আমার বাড়ি তান্ডব চালায়। এ ঘটনায় পরের দিন ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা করার অপরাধে ৫ জুলাই বিকেলে আমার ছেলে জিয়াউর রহমানের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এলাকাবাসী মৃতপ্রায় আমার ছেলেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আমার ছেলের অবস্থা এখন আশংকাজনক। সাকিকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু তার বাহিনীর অত্যাচার এখন অব্যাহত আছে।’ তার বাহিনীর ভয়ে এখনও এ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককের পরিবার বাড়িছাড়া বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মান্দ্রা ময়নাপুর এলাকার সাকি ওরফে ইউনুস একটি আতংকিত নাম। যার রয়েছে একটি সন্ত্রাসী বাহিনী। এ বাহিনী এলাকায় ঘের দখল, চাঁদাবাজি, নারী নির্যাতন, লুটপাটসহ নানা অপকর্মের সাথে জড়িত। তার বিরূদ্ধে ডুমুরিয়া, পাইকগাছা, মনিরামপুরসহ বিভিন্ন থানায় কমপক্ষে অর্ধ ডজন মামলা রয়েছে।