খুলনার ডুমুরিয়ায় ইঞ্জিনভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম অনাদী কুমার সরকার । তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের অনাদী সরকারের ছেলে। তিনি বোরহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনায় এ দূর্ঘটনাটি ঘটেছে।
ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও খর্ণিয়া হাইওয়ে পুলিশ সুত্র জানায়, শিক্ষক অনাদী কুমার সরকার নিজ বাড়ী থেকে মটর সাইকেল যোগে খুলনায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনা (ডুমুরিয়া) নামক স্থানে পৌছুঁলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী অনাদী রাস্তায় ছিটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের টিম এসে আহত শিক্ষকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মীর ফাত্তার আলী ও চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মলয় রায় জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মঙ্গলবার বেলা ২টার দিকে ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ চাচাত ভাই বৈদ্য নাথ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা গেজেট/এসজেড