খুলনার ডুমুরিয়ায় ভ্যানচালক হত্যা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) ডুমুরিয়া থানা পুলিশের দু’টি দল চট্টগ্রাম, খুলনা ও যশোরে বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করে। গত ১৩ মার্চ ডুমুরিয়া থানাধীন উত্তর গোবিন্দকাঠি এলাকা থেকে ভ্যান চালক মো. মহিদুল শেখ মিলন (৩৮) এর মৃতদেহ উদ্ধার করা হয়।
রোববার (২০ এপ্রিল) খুলনা জেলা পুলিশের গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মরহুম খবির উদ্দিন শেখের ছেলে শরীফুল শেখ (৪৫), শওকত শেখের ছেলে মো. রাফসান (২৪), নুরুল ইসলামের ছেলে মো. এনাম (২৩), মরহুম কাজেম ফকিরের ছেলে মো. গফুর ফকির (৪৩) ও মরহুম খোদা বক্স সরদারের ছেলে মঞ্জুরুল সরদার (৪২)।
শনিবার সিএমপি’র সদরঘাট থানা এলাকা থেকে রাফসান ও এনামকে, ডুমুরিয়ার গোবিন্দকাঠি এলাকা থেকে শরীফুল শেখকে এবং যশোরের কেশবপুর থেকে গফুর ফকির ও মঞ্জুরুল সরদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে নিহতের ছিনতাইকৃত ভ্যান গাড়ীটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ১৩ মার্চ সন্ধ্যার পর রাফসান ও এনাম ডুমুরিয়ার আঠার মাইল কাঁচা বাজার এলাকা থেকে ভিকটিম মো. মইদুল শেখ মিলনের ইঞ্জিন চালিত ভ্যান ভাড়া করে উত্তর গোবিন্দকাঠি ঈদ গা মাঠে নিয়ে আসে। সেখানে আগে থেকে শরীফুল ও মঞ্জুরুল অবস্থান করছিলো। পরবর্তীতে তারা চারজন মিলে ভিকটিম মিলনকে ভদ্রা নদীর পাশে একটি বাগানের মধ্যে নিয়ে হাত পা বেঁধে মারধর করার পর শ্বাসরোধ করে হত্যা করে ও তার ইঞ্জিন চালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গফুর ফকিরের নিকট ভ্যানটি বিক্রি করে।
গ্রেপ্তারকৃতরা আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
খুলনা গেজেট/জেএম