খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত-৬

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪জন ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার(২৮মে) দুপুরে উপজেলার দক্ষিণ চিংড়া জেলে পল্লীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

থানায় লিখিত এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের দক্ষিণ চিংড়া এলাকার মৃত মনিন্দ্র নাথ বিশ্বাসের ছেলে অজিত বিশ্বাস ও তার ভাইদের সাথে একই এলাকার ল²ন বিশ্বাস ও তাপস বিশ্বাসের বাড়ির সীমানায় একটি নিম গাছ নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে ল²ন বিশ্বাস, তাপস, অরুন,প্রভাত,রতন বিশ্বাস সহ ৯/১০ জন জোর পূর্বক ওই গাছ কাটতে যায়। এ সময় জগদীশ বাঁধা দেয়ায় প্রতিপক্ষ দা, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে জগদীশ বিশ্বাস (৬০) মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তার ডাক চিৎকারে তার আপন সহোদর অজিত বিশ্বাস, অভিজিৎ,সরজিত, স্ত্রী সুচিত্রা বিশ্বাস ও ছেলে অসিত কুমার ছুটে আসলে একে একে সবাই কে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে ২জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং ৪জনকে ভর্তি করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে ওসি সুকান্ত সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!