ডুমুরিয়ায় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোঃ সাজ্জাদ আলী ফকির নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুনুর রশিদ।
জানা যায়, উপজেলার টিপনা বালিয়াখালি ব্রিজের উত্তর পাশে নদী ভরাট করা সরকারি জমি হতে বৃহস্পতিবার সকালে অবৈধভাবে মাটি উত্তোলণ করছিলেন সাজ্জাদ আলী ফকির নামে এক ব্যক্তি। এসংবাদে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারি খাস জমি হতে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন শোভনা ইউনিয়ন সহকারী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, ডুমুরিয়া থানার পুলিশ, ইউপি সদস্য মহসিন শেখ প্রমুখ।