খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নগরীর শেখপাড়া তেতুলতলায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্নব কুমার সরকার গুলিতে নিহত

ডি-৮ সম্মেলনে যোগ দিতে রাতে কায়রো যাচ্ছেন ড. ইউনূস

গেজেট ডেস্ক

ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ রাত ১টায় মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। এরপর এটি তার তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন ও কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশ নেন।

‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরোস ইকোনমি’ শীর্ষক এই সম্মেলনে যুব সম্প্রদায় ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগের (এমএসএমই) ওপর গুরুত্ব দেওয়া হবে। উপপ্রেস সচিব জানান, বাংলাদেশি তরুণদের বৈশ্বিক প্ল্যাটফর্মে তুলে ধরার পাশাপাশি এসএমই খাতে দেশের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন ড. ইউনূস।

কায়রোতে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া, ড. ইউনূসের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডি-৮, বা ডেভেলপিং-৮, একটি অর্থনৈতিক সহযোগিতা সংস্থা। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই সংস্থাটি প্রতিষ্ঠিত।

এর আগে গত ১১-১৪ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশ নেন ড. ইউনূস। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষতির চিত্র এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের দাবিগুলো বিভিন্ন ফোরামে জোরালোভাবে উপস্থাপন করেন তিনি।

ডি-৮ সম্মেলন বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি তরুণদের উন্নয়ন ও এমএসএমই খাতে দেশের অগ্রগতি তুলে ধরার একটি বড় সুযোগ। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের উপস্থিতি ও সহযোগিতা বৃদ্ধির এই প্রচেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে এগিয়ে চলেছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!