মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করা সম্ভব হবে। রাজাকার তালিকা প্রস্তুতের নীতিমালা তৈরি হয়েছে। এ ব্যাপারে কাজ চলছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, রাজাকারের তালিকা তৈরির জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে এই আইন পাশ হয়েছে। এখন রাজাকার তালিকা প্রণয়নের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। আশা করা যায় ডিসেম্বর মাসের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে দলের প্রধান বা সাধারণ সম্পাদক কথা বলতে পারেন। আমি এ বিষয়ে কোন মন্তব্য করবো না।’
বিকেলে মন্ত্রী হযরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করেন। এ সময় সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেডি