খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সর্বদলীয় বৈঠক : বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল যমুনায়
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

ডিপিএলে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন এনামুলের

ক্রীড়া প্রতি‌বেদক

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এনামুল হক বিজয় যেন রীতিমত উড়ছেন। বর্তমান রানার-আপ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে স্বপ্নের মত এক টুর্নামেন্ট কাটিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার। রান করতে করতে ডিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড তো বটেই, লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসেই অনন্য এক রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

ইদানীং যেন বলে-কয়ে বড় ইনিংস খেলছেন বিজয়, যা তাকে জায়গা দিয়েছে রেকর্ড বুকে। এখন পর্যন্ত ১৪ ইনিংস ব্যাট করে বিজয় করেছেন মোট ১ হাজার ৪২ রান। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ডিপিএলে এটাই কোনো ব্যাটারের সবচেয়ে বেশি রান করার রেকর্ড। অবাক করা ব্যাপার হল, লিস্ট ‘এ’ মর্যাদাপ্রাপ্ত পৃথিবীর কোনো টুর্নামেন্টেই এত রান করতে পারেননি কেউ!

লিস্ট ‘এ’ ক্যাটাগরির টুর্নামেন্টের এক আসরে হাজার রানের কীর্তি গড়া বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার বিজয়। এতদিন লিস্ট ‘এ’ ক্রিকেটে এক টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার কীর্তি ছিল টম মুডির। ১৯৯১ সালে ওয়ারউইকশায়ারের হয়ে সানডে লিগে করেছিলেন ৯১৭ রান।

লিস্ট ‘এ’ মর্যাদার টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ রানের মালিক এখন এনামুল হক বিজয়।
একই টুর্নামেন্টে ১৯৯০ সালে জিমি কুক করেছিলেন ৯০২ রান, সমারসেটের হয়ে। মুডি ১৫ ও কুক খেলেছিলেন ১৬ ইনিংস।

এছাড়া ২০১০ সালে জ্যাকস রুডলফ ৮৬১ রান করেছিলেন প্রো ফোরটি টুর্নামেন্টে; ১৩ ইনিংসে। পঞ্চম স্থানে আছেন যিনি, সেই কার্ল হুপারও রানের রেকর্ড গড়েছিলেন সানডে লিগে। ১৯৯৩ সালে ১৬ ইনিংসে ৮৫৪ রান করেছিলেন হুপার।

একনজরে লিস্ট ‘এ’ টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড (এক আসরে)
১. এনামুল হক বিজয় – ১৪ ইনিংসে ১০৪২ রান (ঢাকা প্রিমিয়ার লিগ)
২. টম মুডি – ১৫ ইনিংসে ৯১৭ রান (সানডে লিগ)
৩. জিমি কুক – ১৬ ইনিংসে ৯০২ রান (সানডে লিগ)
৪. জ্যাকস রুডলফ – ১৩ ইনিংসে ৮৬১ রান (প্রো ফোরটি)
৫. কার্ল হুপার – ১৬ ইনিংসে ৮৫৪ (সানডে লিগ)




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!