খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

ডিপিএম কোর্সের প্রশিক্ষণার্থীদের বকেয়া ভাতার দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বকেয়া প্রশিক্ষণ ভাতার দাবীতে মানবন্ধন ও সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জের ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশন ( ডিপিএম) কোর্সের প্রশিক্ষনার্থীরা। বুধবার (১৬ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় অবস্থিত পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মানব বন্ধন কর্মসূচি ও গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম চত্বরে সংবাদ সম্মেলন করেন তারা।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রশিক্ষনার্থী শিপন ঘরামী। লিখিত বক্তব্যে জানানো হয়েছে, প্রতিমাসে একজন প্রশিক্ষনার্থীকে ৩ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা দেয়ার কথা রয়েছে। কর্তৃপক্ষ প্রথম ৬ মাসের টাকা পরিশোধ করলেও বিগত ২০২০ সালের জুন মাস থেকে প্রায় ১বছর কোন ভাতার টাকা দিচ্ছেনা। বাধ্য হয়ে গোপালগঞ্জ জেলার ২১৭জন প্রশিক্ষণার্থী মানবন্ধনসহ সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্শণ করছি।

এসময় প্রশিক্ষনার্থী আল মামুন সিকদার, পলাশ বিশ্বাস, নিউটন রায়সহ অর্ধশতাধিক প্রশিক্ষণরত শিক্ষক, শিক্ষিকা অংশগ্রহণ করেন এবং দ্রুততম সময়ে তাদের প্রশিক্ষণভাতা পরিশোধের দাবি জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!