আবারও নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাল বিএনপি। শনিবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই যে নির্বাচন কমিশন তারা সমস্ত নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর এ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সমাবেশে তিনি আরো বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতা দখল করে এখন ডিজিটাল আইনের মাধ্যমে টিকে থাকতে চায় সরকার। এ সময় তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল দাবি জানান। পুলিশের দেয়া এক ঘণ্টার সময়সীমা মেনে নিয়ে সকালে কয়েকজন নেতাকর্মী নিয়ে শুরু করে বিএনপি।
পরে সমাগম সামান্য বাড়লেও পরিসর ছিল খুবই ছোট। সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব এলাকায় মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ। সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ করেন নেতারা।
খুলনা গেজেট/এনএম